সর্বশেষ

43.3 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

মুসলমানদের ধর্মগ্রন্থ পোড়ালেও নেয়া হচ্ছে না ব্যবস্থা : পররাষ্ট্রমন্ত্রী

টপ নিউজ ডেস্কঃ মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ বিভিন্ন দেশে পুড়িয়ে ফেলা হলেও কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না তার বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ রোববার (২৮ মে) ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম ত্বহার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকের পর এ মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা রোহিঙ্গাসহ অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। বিশেষ করে আরও সংহত হতে হবে মুসলমানদের, শক্তিশালী অবস্থান নিতে হবে। বিভিন্ন দেশে মুসলমানদের ধর্মগ্রন্থ বিভিন্ন নামে পুড়িয়ে ফেলা হচ্ছে। অভিযুক্ত করা হচ্ছে খামোখা। কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না কিন্তু এসবের বিরুদ্ধে। আমরা আলোচনা করেছি এই ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে।’

মন্ত্রী বলেন, যথেষ্ট সম্পদ আছে মুসলিম দেশগুলোতে। এ ক্ষেত্রে নিজেদের মধ্যে দ্বন্দ্ব নিরসন করতে পারলে আরও বেশি উন্নতি হবে আমাদের। হুসেইন ইব্রাহিম ত্বহা ঢাকায় এসেছেন ইসলামী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (আইইউটি) সমাবর্তনে অংশ নিতে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles