সর্বশেষ

43.9 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

মৃত ব্যক্তিকে নিয়েও সীমাহীন মিথ্যাচারে লিপ্ত হয়েছেন রাব্বানী

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন তানোর-গোদাগাড়ি আওয়ামী লীগ সম্মেলনকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন ধরনের মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন অপপ্রচারে লিপ্ত হয়েছেন তানোর উপজেলা আওয়ামী লীগের বিতর্কিত সভাপতি গোলাম রাব্বানী এবং সাধারণ সম্পাদক আল মামুন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এ কথা জানান কলমা ইউনিয়নে সভাপতি এবং মরহুম শাফিউল ইসলামের ছোট ভাই মাইনুল ইসলাম স্বপন।

পাঠকের জন্য গোলাম রাব্বানী সম্পর্কে মাইনুল ইসলাম স্বপনের কিছু সত্য বক্তব্য হুবুহু তুলে ধরা হলো।

পোস্টে তিনি লেখেন, ‘মানুষের যখন সব শেষ হয়ে যায় তখন দিশেহারা হয়ে যায়, সেই অবস্থা গোলাম রাব্বানির। আমার বড় ভাই মুরহুম শাফিউল ইসলাম যখন মৃত্যু শয্যায় শায়িত তখন গোলাম রাব্বানি মুন হোটেলে আসছিলো সভাপতিত্ব কেড়ে নেওয়ার জন্য। তিনি প্রস্তাব দিয়ে ছিলেন, আপনি তো প্রায় অনেক দিন থেকে অসুস্থ চাচা, তানোরের রাজনীতিতে জং ধরে যাচ্ছে আপনি সভাপতি’র পদটা পদত্যাগ করেন, আমি সভাপিত হতে চাই। অসুস্থ অবস্থায় বড় ভাই বলেছিলেন আমার মৃত্যু সজ্জ্বায় পদের লোভ করলে! অসহায়, তার সুযোগ নিতে চাও? তোমার ক্ষমতা থাকলে প্রতিদ্বন্দিতা করে সভাপতি হও, আমি বেচে থাকতে নয়। ওই সময় বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরি সম্পর্কে কোন কথায় হয়নি।

গোলাম রাব্বানি একজন মরা মানুষকে নিয়ে “সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন” কথা লিখে তানোরের জনগনের সিমপ্যাথি পেতে চায়, এই ধরনের পোষ্ট দিয়ে তানোরের মানুষকে বিভ্রান্তিতে ফেলতে চায়, তা কখনো সম্ভব নয়। গোলাম রাব্বানি তুমি নিজের ভাইকে হাতুড়ি মার্কা দিয়ে ভোট করালে এবং কোথাও নৌকার ভোট করলে না জগ মার্কার সমর্থক হয়ে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেলে, লজ্জা হওয়া উচিত। নিজের চরকায় তেল দেওয়া ভাল । তুমি আর কত খেলবে! তানোরের জনগন তথা নৌকা নিয়ে। গোলাম রাব্বানি একটু ধৈর্য ধরো, এই মিথ্যাগুলো তোমাকে কোথায় নিয়ে যায়। আর ৪ তারিখ তানোরে বর্ধিত সভায় যা হয়েছে তা তোমার কর্মের ফল জনগন দিয়েছে।’

উল্লেখ্য, এর আগে তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানি নিজস্ব ফেসবুক আইডি থেকে সাবেক তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরহুম শাফিউল ইসলামের সাথে তানোর উপজেলায় আওয়ামী লীগের ভবিষ্যৎ তার (গোলাম রাব্বানি) পূর্ব কথোপনের কথা উল্লেখ করে একটি পোস্ট করেন। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে প্রতিউত্তরে পোস্ট করেন মাইনুল ইসলাম স্বপন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles