সর্বশেষ

29.2 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

মেট্রোরেলের ১ কিলোমিটারের মধ্যে ঘুড়ি-ফানুস না ওড়ানোর অনুরোধ

টপ নিউজ ডেক্স: মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর দুই পাশের ১ কিলোমিটারের মধ্যে ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন বা এ ধরনের যেকোনো সামগ্রী উড়ানো থেকে বিরত থাকার জন্য কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড তাদের ওয়েব সাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এ অনুরোধ ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক লাইন ব্যবহার করে মেট্রোরেল চলাচল করছে প্রতিদিন। এই বৈদ্যুতিক লাইনে ঘুড়ি, ফানুস ও গ্যাস বেলুন ইত্যাদি আটকে যাওয়ায় ফলে সম্ভাবনা দেখা দিচ্ছে মারাত্মক দুর্ঘটনার। আটকে যাওয়া ঘুড়ি, ফানুস ও গ্যাস বেলুন ইত্যাদি অপসারণের জন্য সাময়িকভাবে বন্ধ রাখতে হচ্ছে মেট্রোরেল চলাচল। এতে সৃষ্টি হচ্ছে যাত্রীদের দুর্ভোগ।

এমতাবস্থায়, মেট্রোরেল লাইনের দুই পাশের এক কিলোমিটারের মধ্যে বসবাসরতদের বিশেষভাবে অনুরোধ করা হলো ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন বা এ ধরনের যেকোনো সামগ্রী উড়ানো থেকে বিরত রাখার জন্য।

আরও বলা হয়, মেট্রোরেল একটি রাষ্ট্রীয় সম্পদ এবং এর রক্ষণাবেক্ষণ করা আমাদের সবার দায়িত্ব।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles