সর্বশেষ

26.2 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

মেট্রো ট্রেনের জন্য প্রধানমন্ত্রী এমআরটি পাস কিনেছেন

টপ নিউজ ডেস্কঃ মেট্রো ট্রেনে চড়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমআরটি পাস কিনেছেন ।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটে মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশনের কনকোর্স লেভেলের টিকিট অফিস মেশিন (টিওএম) থেকে ৫০০ টাকা পরিশোধ করে এই পাস নেন তিনি। একইসঙ্গে ছোট বোন শেখ রেহানাও পাস নেন একটি। প্রধানমন্ত্রী পরিশোধ করেন মোট এক হাজার টাকা ।

এমআরটি পাস সংগ্রহ করে কনকোর্স লেভেল থেকে চলন্ত সিঁড়ি ব্যবহার করে প্লাটফর্মে উঠেন তিনি।

এর আগে দুপুর ১টা ৩২ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের এন্ট্রি প্ল্যান-বি এর চলন্ত সিঁড়ি ব্যবহার করে তিনি কনকোর্স লেভেল উঠেন। সেখানে কনকোর্স লেভেল সম্পর্কে ধারণা নেন।

তার আগে, দুপুর ১টা ২৫ মিনিটে তিনি পৌঁছান উত্তরার উত্তর স্টেশনে এবং ১টা ২৯ মিনিটে তিনি ফলক পরিদর্শন শেষে মূল ফলকের পাশে তেঁতুল গাছের চারারোপণ করেন। সেখানে আরও একবার মোনাজাত অংশ নেন তিনি।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles