সর্বশেষ

36.1 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়কের বাসায় বোমা পেতে রাখার হুমকি

টপ নিউজ ডেস্কঃ ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক হ্যারি ম্যাগুয়ারের বাসায় বোমা পেতে রাখার হুমকি দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ইউনাইটেডের কোনো এক সমর্থক এই হুমকি দিয়েছেন।

২০১৯ সালে ডিফেন্ডারদের জন্য রেকর্ড পরিমান পারিশ্রমিক, ৮ কোটি ডলার, নিয়ে ইউনাইটেডে আসেন ম্যাগুয়ার। কিন্তু এরপর থেকেই পারফরম্যান্সের কারণে বিভিন্নভাবে সমালোচনার শিকার হয়েছেন ২৯ বছর বয়সী এই সেন্টারব্যাক। তবে ইউনাইটেডে আসার ছয় মাসের মাথাতেই তাকে অধিনায়ক বানানো হয়। কিন্তু ভুল আর খারাপ সিদ্ধান্ত পিচু ছাড়ে নি তার। এমনকি চলতি মৌসুমিই রক্ষণভাগে বড় ভুল করছেন এই ডিফেন্ডার।

সর্বশেষ, ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে খেলতে নেমে ইউনাইটেডের ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার ম্যাচেও চোখে লাগার মতো ভুল করেছেন তিনি। এরপরই কে বা কারা মেইল করে তার বাসায় বোমা পেতে রাখার হুমকি দেয়।

এই প্রসঙ্গে পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ‘বুধবার(২০ এপ্রিল), উইলমস্লো অঞ্চলের বাড়িতে বোমা পেতে রাখার হুমকিতে চেশায়ার পুলিশকে ডাকা হয়। তবে বাসা থেকে কাউকে বের করা হয়নি।  সতর্কতা হিসেবে পুলিশের বোমা নিষ্ক্রিয় করা একটি কুকুর দিয়ে বৃহস্পতিবার(২১ এপ্রিল) বাসার বাগান এবং চারপাশ তল্লাশি করা হয়।’

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles