সর্বশেষ

37.3 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

যান সংকটে জিরো পয়েন্ট

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে নগরীতে বেড়েছে মানুষের চাপ সেই সাথে বেড়েছে যান সংকট।

নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে নিত্য দেখা যায় অটোরিকশা ও রিকশার সারি- ভদ্রা, স্টেশন, ছোটবনগ্রাম, শালবাগান- নান গন্তব্যে যাত্রী নিতে চালকদের হাঁকডাক। কিন্তু আজ সোমবার (২৫ জুলাই) জিরো পয়েন্টে দেখা যায় যাত্রীর ভিড় কিন্তু নেই কোনো যানবাহন। একটি দুটি অটোরিকশা যখনি আসছে তাতে হুড়োহুড়ি করে উঠছেন যাত্রীরা। জিরো পয়েন্টে এমন দৃশ্য বিরল।

মূলত, রাবি ভর্তি পরীক্ষার জন্য এমনটি হচ্ছে বলে ধারণা সাধারণ যাত্রীর। গাড়ি না পেয়ে কেউ কেউ বৃষ্টির মাঝে হাঁটতে শুরু করেছেন নিজ গন্তব্য অভিমুখে, তো কেউ কেউ বৃষ্টিতে ভিজতে ভিজতে অপেক্ষা করছেন গাড়ির জন্য। তবে সবচেয়ে উদ্বিগ্ন ছিলেন বিভিন্ন স্থান থেকে আসা পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

এক অভিভাবক টপ নিউজকে বলেন, রাজশাহীতে যানজট নেই শুনেছি, কিন্তু তারপরও হাতে বেশ কিছুটা সময় নিয়ে বের হয়েছি। কিন্তু এখন এই অবস্থা দেখে টেনশন হচ্ছে সময়মতো পৌঁছাতে পারবো কিনা!

তবে বাড়তি এই চাপের মাঝে বাড়তি ভাড়ার অভিযোগ শোনা যায় নি, তৎপর ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles