সর্বশেষ

29 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

যুক্তরাষ্ট্রে এক লাখ সাত হাজারের বেশি মানুষ অতিরিক্ত ওষুধ সেবনের কারণে প্রাণ হারিয়েছেন

টপ নিউজ ডেস্কঃ প্রয়োজনের অতিরিক্ত ওষুধ সেবনের কারণে প্রাণ হারিয়েছেন যুক্তরাষ্ট্রে এক লাখ সাত হাজারের বেশি মানুষ। মাত্রাতিরিক্ত ওষুধ সেবন করে গত বছর অর্থাৎ ২০২১ সালে এসব মানুষ প্রাণ হারান বিপুল সংখ্যক ।

রোগ নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের ও গবেষণা বিষয়ক প্রধান সরকারি সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) স্থানীয় সময় বুধবার (১১ মে) সামনে আনে এই তথ্য ।

মূলত বিপুল এই প্রানহানিকে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান মাত্রাতিরিক্ত ওষুধ সেবনের মহামারিতে দেখা হচ্ছে আরেকটি দুঃখজনক রেকর্ড হিসেবে । বৃহস্পতিবার (১২ মে) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য জানিয়েছে ।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে যুক্তরাষ্ট্রে প্রাণহানির এই সংখ্যাটি আগের বছরের তুলনায় অর্থাৎ ২০২০ সাল থেকে বৃদ্ধি পেয়েছে ১৫ শতাংশ । মূলত মারা যাওয়া ব্যক্তিদের ডেথ সার্টিফিকেট পর্যালোচনা করেতৈরি করে থাকে সিডিসি আনুমানিক একটি প্রতিবেদনে ।

ন্যাশনাল ইনস্টিটিউট অন ড্রাগ অ্যাবিউজের ডিরেক্টর ড. নোরা ভলকো মাত্রাতিরিক্ত ওষুধ সেবনে ‘সত্যিই বিস্ময়কর’ বলে আখ্যায়িত করেছেন প্রাণহানির সর্বশেষ এই পরিসংখ্যানকে।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles