সর্বশেষ

28.5 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

যুদ্ধাপরাধী মামলায় সাবেক এক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাসেমসহ দুই জনকে যুদ্ধাপরাধী মামলায় গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রবিবার দুপুরের দিকে উপজেলার বুধহাটা ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন বুধহাটা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাসেম (৭২)এবং চাপড়া গ্রামের মুজিবুর রহমান দনু (৭৫)।

বেলা সাড়ে ১২টার দিকে পাইথালীর গুড়গুড়ি নামকস্থানে নিজস্ব মৎস্য ঘের থেকে আবুল হাসেমকে এবং মুজিবুর রহমান দনুকে চাপড়া নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাড. চমন আরা জানান, আসামিদের বিরুদ্ধে ১৯৭১ সালে হত্যা, নির্যাতন এবং অপহরণের অভিযোগ রয়েছে। প্রায় এক মাস থেকে ঢাকা থেকে পিবিআই-এর একটি টিম তাদের বিষয়ে তদন্তে করছিলো বলে জানা গেছে।

সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমানও তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। বলেন, তাদের বিরুদ্ধে ১৯৭১ সালে হত্যা, অপহরণ এবং নির্যাতনের অভিযোগে মামলা রয়েছে। যে কারনে রোববার দুপুরে সাতক্ষীরা ডিবি পুলিশের সদস্যরা তাদেরকে গ্রেফতার করে।

সম্পাদনাঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles