সর্বশেষ

31.3 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

যুদ্ধ শুরুর পর ইউক্রেনে প্রথমবার বিদেশি পতাকাবাহী জাহাজ

টপ নিউজ ডেস্কঃ রুশ আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো ইউক্রেনে বিদেশি পতাকাবাহী জাহাজ পৌঁছেছে । ইউক্রেনের অবকাঠামো মন্ত্রী অলেক্সান্ডার কুব্রাকভের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স শনিবার এ তথ্য জানিয়েছে এক প্রতিবেদনে । কুব্রাকভ বলেন, বার্বাডোসের পতাকাবাহী সাধারণ পণ্যবাহী জাহাজ ফুলমার এস, ইউক্রেনের চোরনোমর্স্ক শস্য নিতে পৌঁছায় বন্দরে । চলতি বছরের ফেব্রুয়ারির পর এই প্রথমবার বিদেশি পতাকাবাহী জাহাজ পৌঁছাল ইউক্রেনের বন্দরে ।

ফেসবুকে দেওয়া পোস্টে কুব্রাকভ বলেন, আমাদের বন্দরগুলোতে যেন আরও জাহাজ আসতে পারে তা নিশ্চিত করার জন্য আমরা করছি সবকিছু । বিশেষ করে আমরা দুই সপ্তাহের মধ্যে প্রতিদিন কমপক্ষে পরিকল্পনা করছি তিন থেকে পাঁচটি জাহাজের শস্য সরবরাহ করার । তিনি বলেন, ইউক্রেন শেষ পর্যন্ত তার কৃষ্ণ সাগরের বন্দরগুলো থেকে প্রতি মাসে তিন মিলিয়ন টন পরিকল্পনা করেছে শস্য রফতানির । গত বছরের প্রায় দুই কোটি টন শস্য এখনও দেশে আটকে আছে বলেও তিনি জানান ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles