সর্বশেষ

31.3 C
Rajshahi
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

রংপুরে পরিবহণ ধর্মঘটের ডাক

টপ নিউজ ডেস্কঃ এবার রংপুরে মোটর মালিক সমিতি পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে । শুক্রবার (২৮ অক্টোবর) ভোর ৬টা থেকে শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া হয়েছে বাস, মিনিবাস, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধের ঘোষণা । এদিকে শনিবার (২৯ অক্টোবর) বিএনপির বিভাগীয় সমাবেশ রংপুরে ।

তবে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের দাবি, তাদের ডাকা ধর্মঘটের সঙ্গে কোনো সম্পর্ক নেই বিএনপির গণসমাবেশের। মহাসড়কে নছিমন-করিমনসহ অবৈধ যান চলাচল বন্ধ ও প্রশাসনিক হয়রানির প্রতিবাদে মালিক সমিতি এ ধর্মঘটের ডাক দিয়েছে ।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক বলেন, বুধবার (২৬ অক্টোবর) রাতে জেলা মোটর মালিক সমিতি, ট্রাক মালিক সমিতি ও কার-মাইক্রোবাস মালিক সমিতির নেতাসহ যৌথ জরুরি সভা সাধারণ মালিকদের নিয়ে হয় ।

সেখানে শুক্রবার ভোর ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুরের সব রুটে নেওয়া হয়েছে ট্রাক, বাস, মিনিবাস এবং মাইক্রোবাস চলাচল বন্ধের সিদ্ধান্ত ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles