সর্বশেষ

31.6 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

রাজধানীর অলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে জমকালো এক প্রদর্শনীর উদ্ভোদন

টপ নিউজ ডেস্কঃ ২৮টি শিল্পকর্ম নিয়ে রাজধানীর অলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে জমকালো এক প্রদর্শনী শুরু হয়েছে।

উইংস অব উইন্ড ও শিল্পাঙ্গণের যৌথ আয়োজনে গতকাল সন্ধ্যায় রুবানা হক প্রদর্শনীর উদ্বোধন করেন। এতে শিল্পী অধ্যাপক জামাল হোসেন বিশেষ অতিথি ছিলেন। উদ্বোধনী আনুষ্ঠানিকতার শুরুতেই পরপর দুটি দলীয়নৃত্য পরিবেশন করে নাচের দল স্পন্দনের শিল্পীরা। এরপর উইংস অব উইন্ডের প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে প্রদর্শিত হয় একটি তথ্যচিত্র।

‘উইংস অব আর্ট শিরোনামের এই দলীয় প্রদর্শনীর শিল্পীরা হলেন- সমরজিৎ রায় চৌধুরী, আবুল বারক আলভী, বীরেন সোম, তরুণ ঘোষ, অলকেশ ঘোষ, মোহাম্মদ ইউনুস, জামাল আহমেদ, রেজাউন নবী, আহমেদ শামসুদ্দোহা, সিদ্ধার্থ তালুকদার, শিশির ভট্টাচার্য, শেখ আফজাল, সাইদুল হক জুইস, মোহাম্মদ ইকবাল, কারু তিতাস, বিপুল শাহ, মাহমুদুর রহমান দীপন, এএইচ ঢালি তমাল, আল আখির সরকার,কামাল উদ্দিন, বিপ্লব চক্রবর্তী, আব্দুল্লাহ আল বশির, মঞ্জুর রশিদ ও কামরুজ্জোহা জোহা।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles