সর্বশেষ

33.9 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

রাজধানী কল্যাণপুর বস্তিতে আগুনে পুড়ল শতাধিক ঘর

টপ নিউজ ডেস্কঃ রাজধানী কল্যাণপুরের বেলতলা এলাকার ৯ নম্বর বস্তিতে আগুন ধরে প্রায় ২০০ ঘর পুড়ে গেছে । আগুন লাগার প্রায় দেড় ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।


ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেন, গতকাল রাত ৮টা ৪৫মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টার পর তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, অগ্নিকান্ডের এই ঘটনায় বস্তির অন্তত দেড়শ ঘর পুড়ে গেছে। এ বস্তিতে অন্তত ৫০০ ঘর আছে এবং সেগুলোর মধ্যে কমপক্ষে ১৫০টি ঘর পুড়ে গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজাহান শিকদার জানান রাত পৌনে ৯টার দিকে কল্যাণপুরের নতুনবাজার বেলতলা বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ৭টি ইউনিট ও পরে আরও ৭টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


ছেলেমেয়েকে নিয়ে ওই বস্তিতে থাকেন মোফাজ্জেল হোসেন। আগুনের সময় সবাই কাজে বাইরে ছিলেন। খবর পেয়ে বস্তিতে এসে দেখেন সব পুড়ে ছাই। মোফাজ্জেল হোসেন বলেন, ‘প্রায় দুই কিলোমিটার দৌড়ে এসে দেখি আমার সব আগুনে পুড়ে গেছে। সবাই বাইরে থাকায় কিছুই বের করতে পারিনি।’


সিভিল ডিফেন্স সদরদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জাহান শিকদার জানান প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সম্পাদনায়ঃ মোঃ আব্দুল ওয়াহেদ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles