সর্বশেষ

43.1 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

রাজনীতি করি স্কুলজীবন থেকে:প্রধানমন্ত্রী

টপ নিউজ ডেস্কঃ ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও কখনো নেতৃত্ব নেওয়ার চিন্তা ছিল না বলে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রয়াত ডা. এস এ মালেকের স্মরণসভায় অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি । গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন বঙ্গবন্ধুকন্যা। শেখ হাসিনা বলেন, ‘ রাজনীতি করি স্কুলজীবন থেকে। কলেজে ছাত্রলীগ করতাম, কলেজে ভিপিও ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়েও ছাত্রলীগে সম্পৃক্ত ছিলাম। কখনও নেতৃত্ব নেওয়ার চিন্তা করিনি। দলের জন্য যখন প্রয়োজন হয়েছে, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটাই পালন করেছি।

আওয়ামী লীগের দায়িত্বভার গ্রহণের ক্ষেত্রে প্রয়াত মালেকের অবদান ছিল জানিয়ে বঙ্গবন্ধুকন্যা জানান, ‘পঁচাত্তরের পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলাম। আওয়ামী লীগের দায়িত্ব নিতে হবে- তখনও সেটা ভাবিনি। আওয়ামী লীগের দায়িত্ব নিতে ডা. মালেক আমাকে চাপ দিতেন। আমি দলের দায়িত্ব নেওয়ায় ডা. মালেকের অবদান রয়েছে অনেক ।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ডা. মালেকের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে পারিবারিকভাবে। তিনি সবসময় রাজনীতি সচেতন ছিলেন। দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে তার ভূমিকা ছিল। মুক্তিযুদ্ধে নিজের হাতে অস্ত্র তুলে প্রতিরোধ করেন। ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যার পর মুশতাক সংসদ সদস্যদের বৈঠকে ডাকে।

তবে ডা. মালেকসহ অনেক সংসদ সদস্য সে বৈঠকে যোগ দেননি। তিনি বঙ্গবন্ধু হত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। সেখানে টিকতে না পেরে তিনি ভারতে চলে যান।’

প্রধান অতিথির বক্তব্যে সরকারপ্রধান বলেন, ‘ডা. মালেকের মধ্যে কোনো অহমিকা ছিল না। তিনি হোমিওপ্যাথির প্র্যাকটিস করতেন, বিনামূল্যে ওষুধও দিতেন। তিনি অনেক বৈরি পরিবেশে জাতির পিতার আদর্শকে এগিয়ে নিয়েছেন এবং নেতাকর্মীদের মধ্যেও সেটি দক্ষভাবে ছড়িয়ে গিয়েছেন।’

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles