সর্বশেষ

37.3 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

রাজশাহীতে ককটেল বিস্ফরণ : বিএনপির ১৬ নেতার বিরুদ্ধে মামলা

রাজশাহীতে ককটেল বিস্ফরণ : বিএনপির ১৬ নেতার বিরুদ্ধে মামলা

টপ নিউজ ডেস্কঃ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাজশাহী দুর্গাপুরে। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আরিফ বাদী হয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় আরো ১৮০ জন নেতাকর্মীকে অজ্ঞাত করে আসামী করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে, গতকাল রবিবার (২০ নভেম্বর) দুর্গাপুর ডিগ্রী কলেজের পাশে একটি পুরনো টিনশেড বিল্ডিংএর পাশে রাত প্রায় ১১ টায়। এছাড়া পুলিশ ঘটনাস্থল থেকে লাল কসটেপে মোড়ানো অবিস্ফোরিত চারটি ককটেল, বাঁশের লাঠি এবং বিস্ফরিত কয়েকটি ককটেলের খোসা উদ্ধার করেছে।

মামলার বাদী দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আরিফ এ বিষয়ে জানান, দুর্গাপুর ডিগ্রী কলেজের পাশে রাতে সরকার বিরোধী নাশকতার পরিকল্পনায় বৈঠক করছিলো বিএনপি এবং তার সহযোগী অঙ্গসংগঠণের নেতাকর্মীরা। এসময় বৈঠক শেষে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টির লক্ষে তারা ঘটনাস্থলে তিন-চারটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। এরপর রাতে বিস্ফোরক দ্রব্য আইনে উপজেলা বিএনপির ১৬জন নামীয় ও অজ্ঞাত আরো ১৮০ জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়।

এদিকে মামলার আসামীরা দাবি করেন, রাজশাহীর বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে পুলিশ হয়ানিমূলক মামলা করেছে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

টপ নিউজ ডেস্কঃ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাজশাহী দুর্গাপুরে। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আরিফ বাদী হয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় আরো ১৮০ জন নেতাকর্মীকে অজ্ঞাত করে আসামী করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে, গতকাল রবিবার (২০ নভেম্বর) দুর্গাপুর ডিগ্রী কলেজের পাশে একটি পুরনো টিনশেড বিল্ডিংএর পাশে রাত প্রায় ১১ টায়। এছাড়া পুলিশ ঘটনাস্থল থেকে লাল কসটেপে মোড়ানো অবিস্ফোরিত চারটি ককটেল, বাঁশের লাঠি এবং বিস্ফরিত কয়েকটি ককটেলের খোসা উদ্ধার করেছে।

মামলার বাদী দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আরিফ এ বিষয়ে জানান, দুর্গাপুর ডিগ্রী কলেজের পাশে রাতে সরকার বিরোধী নাশকতার পরিকল্পনায় বৈঠক করছিলো বিএনপি এবং তার সহযোগী অঙ্গসংগঠণের নেতাকর্মীরা। এসময় বৈঠক শেষে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টির লক্ষে তারা ঘটনাস্থলে তিন-চারটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। এরপর রাতে বিস্ফোরক দ্রব্য আইনে উপজেলা বিএনপির ১৬জন নামীয় ও অজ্ঞাত আরো ১৮০ জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়।

এদিকে মামলার আসামীরা দাবি করেন, রাজশাহীর বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে পুলিশ হয়ানিমূলক মামলা করেছে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles