সর্বশেষ

28.3 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

রাজশাহীতে চেয়ারম্যান পদে মনোনয়ন উত্তোলন

টপ নিউজ ডেস্কঃ রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজনসহ ৬২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন । এর মধ্যে নয়টি সাধারণ সদস্য পদে ৪০ জন ও তিনটি সংরক্ষিত নারী সদস্য পদে ১৯ জন । সোমবার পর্যন্ত জেলা নির্বাচন কার্যালয় থেকে তারা সংগ্রহ করেছেন মনোনয়নপত্র ।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক, আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল ও আওয়ামী লীগের প্রবীন নেতা মোহাম্মদ আলী সরকার এবং আফজাল হোসেন পবা উপজেলার বড়গাছি এলাকার । এদের মধ্যে মোহাম্মদ আলী সরকার মনোনয়ন তুলেছেন দলীয় সিদ্ধান্ত অমান্য করে । বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তিনি । গত বারও দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়লাভ করেন বিপুল ভোটের ব্যবধানে । তিনি ভোট পেয়েছিলেন ৭৪২ এবং আওয়ামী লীগ মনোনিত তার একমাত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী মরহুম মাহবুব জামান ভুলু ভোট পেয়েছিলেন ৪১৫।

রাজশাহীর বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী সরকার বর্তমানে দায়িত্ব পালন করছেন জেলা পরিষদের প্রশাসকের । তিনি নগরীর ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের আগের কমিটির সদস্য তিনি ছিলেন ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles