সর্বশেষ

28.3 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

রাজশাহীতে বাঁশ ও ঐতিহ্যবাহী বেতশিল্প বিলুপ্তির পথে

টপ নিউজ ডেস্কঃ প্রযুক্তির সাথে প্রতিদিনই মানুষ বদলাচ্ছে । আর সেই প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে প্রতিনিয়ত নিত্য-নতুন পণ্যের আবির্ভাবও ঘটছে । যার ফলে সময়ের সাথে সাথেই ঐতিহ্যবাহী সব শিল্পগুলো হারাচ্ছে ।

ঠিক এমনই এক উদাহরণ বাঁশ ও ঐতিহ্যবাহী বেতশিল্প। এক সময় গ্রামীণ জনপদে গৃহস্থালি, কৃষি ও ব্যবসা ক্ষেত্রে সর্বোচ্চ ব্যবহার করা এই শিল্পটি প্রায় এখন বিলুপ্তির পথে। আধুনিক এই যুগে মেলামাইন, প্লাস্টিক, লোহা ও প্লেনসিটের সামগ্রীর দাপটে ক্রমান্বয়ে বাঁশ ও ঐতিহ্যবাহী এই বেতশিল্প হারিয়ে যাচ্ছে । আর দেশের অন্যান্য অঞ্চলের মতো রাজশাহীতেও বাঁশ ও বেতের তৈরি পণ্যের কদর একেবারে ঠেকেছে তলানিতে ।

রাজশাহীতে একসময় কুলা থেকে শুরু করে বাড়িতে বসার মোড়া, খাট, সোফা সেট, বই রাখার সেল্ফসহ অধিকাংশ বেতের আসবাবপত্রই ছিল। এছাড়াও অফিস-আদালত সবখানেই ব্যবহার করা হতো বাঁশ ও বেতের তৈরি আসবাবপত্র। দামে সস্তা ও নাগালের মধ্যে থাকায় এই শিল্পের বেশ কদরও ছিল । এখন সময়ের বিবর্তনে চিরচেনা সেই চিত্র বদলে গেছে ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles