সর্বশেষ

28.3 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

রাজশাহীতে বিএনপির সমাবেশে সাংবাদিকদের উপর হামলা : আহত ৬

টপ নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ চলাকালীন সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার)  বিকেলে নগরীর ভূবনমোহন পার্কে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে সাংবাদিকদের উপর এই হামলার ঘটনাটি ঘটে।

হামলায় আহত সাংবাদিকরা হলেন- চ্যানেল ২৪ এর ক্যামেরা পার্সন লেলিন, সময় টিভির সাংবাদিক আব্দুস সালাম, এসএ টিভির আবু সাঈদ, দীপ্ত টিভির ইসলাম, গাজী টিভির খোকন এবং নিউজ ২৪ এর বাপ্পী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল প্রায় সাড়ে পাঁচটার দিকে বিএনপির প্রতিবাদ সমাবেশ চলাকালীন যুবদলের দুই গ্রপের মধ্যে হঠাৎ হাতাহাতির ঘটনা ঘটে।  বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা সেই দৃশ্য ধারণ করতে গেলে, সেসময় যুবদল ও যুব মহিলা দলের বেশ কয়েকজন সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা করে। এতে ৬ সাংবাদিক আহত হয়।

পরে হামলার প্রতিবাদে সাংবাদিকরা বিএনপির কর্মসূচি বয়কর করে সেখান থেকে চলে যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাংবাদিকরা সমাবেশ বয়কট করে গণকপাড়া মোড়ে অবস্থান করছিলো।

এ প্রসঙ্গে জানতে চাইলে নগরীর বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। কারা এই হামলার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles