সর্বশেষ

28.2 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

রাজশাহী কলেজে অনুষ্ঠিত হলো সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের পুরষ্কার বিতরণী

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী কলেজ সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২২ উপলক্ষেসোমবার (০৫ ডিসেম্বর) রাজশাহী কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক আলোচনা সভা ও সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২২-এর বিভাগীয় পর্যায়ের বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, মোঃ তায়জুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজশাহী কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক মোহাঃ আব্দুল খালেক এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক মো. ওলিউর রহমান।

বিশেষ অতিথি উপাধ্যক্ষ অধ্যাপক মো. ওলিউর রহমান বক্তব্য রাখছেন

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক মো. ওলিউর রহমান বলেন, জাতির পিতার স্বপ্ন ছিলো খাদ্য স্বয়ংসম্পূর্ণতা ও পূর্ণ কর্মসংস্থান। বর্তমানে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হচ্ছে। তবে এ ধারা অব্যাহত রাখতে তরুণদের ডিজিটাল প্রযুক্তিতে দক্ষ হতে হবে। বাংলাদেশ প্রথম ও দ্বিতীয় শিল্প বিপ্লবে অংশগ্রহণ করতে পারে নি, তৃতীয় বিপ্লবে অংশগ্রহণ করতে দেরী করেছি কিন্তু ফোর আইআরের প্রতিযোগীতায় আমাদের এগিয়ে থাকতে হবে।

এই অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ প্রতিযোগিতায় গত ১৭ নভেম্বরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২২-এর বিভাগীয় পর্যায়ে ২০টি শাখায় অংশগ্রহণ করে ৪৪জন বিজয়ী হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles