সর্বশেষ

39.3 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

রাজশাহী জেলা স্থানীয় সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিনিধিঃ রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও জেলা সাঁতার সমিতির উদ্দ্যোগে গতকাল শনিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় জেলা সুইমিংপুলে ১২৬ জন ছেলে মেয়ে নিয়ে দিনব্যাপী স্থানীয় সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এই সাঁতার প্রতিযোগিতায় ১০টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১টি ব্রাঞ্চ পদক পেয়ে সিপাইপাড়া যুব সংঘ চ্যাম্পিয়ন ও ৪টি স্বর্ণ, ৩টি রৌপ্য পদক পেয়ে কলোনী বøব রানারআপ হয়েছে।

স্বর্ণ ৩টি ও রৌপ্য ২টি পদক পেয়ে ৩য় স্থান, স্বণর্ ২ ও ২টি রৌপ্য পদক পেয়ে ৪র্থ স্থান ও ১টি স্বর্ণ পদক পেয়ে ৫ম স্থান অধিকার করেন শেখ রাসেল ক্রীড়া চক্র।

এই প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরীর চর্চা বিভাগের পরিচালক মোঃ আসাদুজ্জামান। জেলা সাঁতার সমিতির সভাপতি মোঃ আব্দুল হান্নান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী,অতিরিক্ত সাধারন সম্পাদক  মোঃ শামসুজ্জামান রতন, যুগ্ম-সম্পাদক (প্রশাসন) মোঃ নাজনীন আহমেদ আমান, জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সাঁতার সমিতির সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলাম সিরাজ।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles