সর্বশেষ

39.5 C
Rajshahi
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

রাজশাহী সিটি নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ হলো আজ

টপ নিউজ ডেস্কঃ আজ শুক্রবার (২ জুন) সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মিলনায়তনের বাইরে প্রতীক বরাদ্দ দেয়ার আগে ইভিএম মেশিনে ভোট দেয়ার প্রক্রিয়া দেখানো হয়।

রাজশাহী সিটি করপোরেশন মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর ১১২ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাঙ্খিত প্রতীক পেয়ে কর্মী সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেন প্রার্থীরা। এদিকে রির্টানিং কর্মকর্তা নির্দেশনা দিয়েছেন আচরণ বিধি মেনে প্রার্থীদের প্রচার-প্রচারণা চালানোর।

মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় সাবেক মেয়র ও আওয়ামী লীগ প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন (নৌকা),ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মুরশিদ আলম ফারুকী (হাতপাখা), জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন (লাঙ্গল) ও জাকের পার্টির লতিফ আনোয়ার (গোলাপ ফুল) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles