সর্বশেষ

28.3 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

রাবার বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, স্কেলঃ ২২,০০০- ৫৩,০৬০টাকা

টপ নিউজ ডেস্কঃ বাংলাদেশ রাবার বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নবম গ্রেডে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। । অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ১০ মে পর্যন্ত।
১/ সহকারী পরিচালক(প্রশিক্ষন) – ১টি। বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০ টাকা(গ্রেড ৯)
২/ সহকারী পরিচালক(সেবা) – ১টি। বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০ টাকা(গ্রেড ৯)
৩/ সহকারী পরিচালক(এমআইএস/আইটি) – ১টি। বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০ টাকা(গ্রেড ৯)।
৪/ সহকারী পরিচালক(আইন/বোর্ড) – ১টি। বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০ টাকা(গ্রেড ৯)।
৫/ সহকারী পরিচালক(প্লানটেশন এড প্রোডাকশন) – ১টি। বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০ টাকা(গ্রেড ৯)।
৬/ সহকারী পরিচালক(পরিকল্পনা উন্নয়ন) – পদসংখ্যাঃ ১টি। বেতন স্কেলঃ (গ্রেড ৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৭/ সহকারী পরিচালক(প্রশাসন)– ১টি। বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০ টাকা(গ্রেড ৯)।
৮/ সহকারী পরিচালক(মার্কেট প্রমোশন)– ১টি। বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০ টাকা(গ্রেড ৯)।
৯/ সহকারী পরিচালক(হিসাব)– ১টি। বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০ টাকা(গ্রেড ৯)।
১০/ সহকারী পরিচালক(নিরীক্ষা)– ১টি। বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০ টাকা(গ্রেড ৯)।
১১/ সহকারী প্রোগ্রামার – ১টি। বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০ টাকা(গ্রেড ৯)।
১২/ বৈজ্ঞানিক কর্মকর্তা( ক্লোনডেভেলপমেন্ট এন্ড ক্রপ্ট ইমপ্রোভমেন্ট) – ১টি। বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০ টাকা(গ্রেড ৯)।
১৩/ বৈজ্ঞানিক কর্মকর্তা( প্যথলোজী এন্ড পেস্ট প্রটেকশন) – ১টি। বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০ টাকা(গ্রেড ৯)।
১৩/ বৈজ্ঞানিক কর্মকর্তা( সয়েল সাইন্স এন্ড এগ্রোনোমিক) – ১টি। বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০ টাকা(গ্রেড ৯)।
১৩/ বৈজ্ঞানিক কর্মকর্তা( প্রোডাক্ট ইউটিলাইজেশন) – ১টি। বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০ টাকা(গ্রেড ৯)।

যোগ্যতাঃ প্রতিটি পদের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা। আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার জানা যাবে বিজ্ঞপ্তিতে।
বয়সঃ প্রার্থীর বয়স ১ এপ্রিলে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর হতে হবে।

আবেদনের যেভাবে করবেনঃ আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদন ফিঃ ৫৫৬ টাকা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles