সর্বশেষ

43.3 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

রাবিতে ‘ছাত্র-শিক্ষক নির্যাতন’ দিবস পালিত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘ছাত্র-শিক্ষক নির্যাতন দিবস’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর মোহনপুর-পবা আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।

তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠের একটি ঘটনাকে কেন্দ্র করে, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে সেনা সদস্যদের সংঘর্ষ হয়।

ঢাবিতে ছাত্র নির্যাতনের প্রতিবাদ জানানো হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকেও। সেসময় সেনাবাহিনী ও পুলিশের দ্বারা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্র ও শিক্ষক নির্যাতনের শিকার হয়েছিলেন।

ছাত্রদের উস্কে দেওয়ার অভিযোগে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ৮ জন শিক্ষক ও ১ জন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। এছাড়া, টানা দুই দিন শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষে শতাধিক আহত হন। সেই সময় থেকেই প্রতিবছর দিনটিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘ছাত্র-শিক্ষক নির্যাতন’ দিবস হিসেবে পালিত হয়ে থাকে।

বিশ্ববিদ্যালয়ের উপার্চায অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে, আলোচনা সভায় বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান উল ইসলাম, অধ্যাপক মলয় কুমার ভৌমিক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাস প্রমুখ।

সভায় বক্তারা, তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের নির্দেশে সেনাবাহিনী, পুলিশবাহিনীর নিপীড়ন ও হয়রানির ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তির দাবি জানান।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles