সর্বশেষ

43.3 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

রামেকের করোনা ইউনিটে মৃত্যু হয়েছে আরও ৩ জনের

টপ নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ৩ জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৯ মার্চ) সকাল থেকে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত তারা মারা যান।


এদের মধ্যে করোনায় মারা গেছেন রাজশাহীর একজন এবং করোনা উপসর্গ নিয়ে রাজশাহী একজন ও নওগাঁর একজন মারা গেছেন। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই সব তথ্য নিশ্চিত করেছেন।


শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছেন। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে।


গত এক দিনে হাসপাতালের আইসিইউতে মারা গেছেন একজন। এছাড়াও দুজন মারা গেছেন ৩০ নম্বর ওয়ার্ডে। এদের মধ্যে দুইজনের বয়স ৬০ বছর এর বেশি এবং একজন ৪১ – ৫০ বছর বয়সী নারী রয়েছেন।


পরিচালক আরও জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কোন নতুন রোগী ভর্তি হয়নি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন একজন রোগী।


করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৬ জন রোগী। এক দিন আগে এর সংখ্যা ছিল ১০ জন। বর্তমানে হাসপাতালে করোনা নিয়ে কোনো রোগী ভর্তি নেই। তবে করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫ জন। আরও একজন ভর্তি রয়েছেন করোনা নেগেটিভ হওয়া সত্ত্বেও নানান শারীরিক জটিলতা নিয়ে।
এখন হাসপাতালে ভর্তি আছেন নাটোরের দুজন, পাবনার একজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর একজন, এবং জয়পুরহাটের একজন রোগী।


এদিকে মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে কারো নমুনায় করোনা শনাক্ত হয়নি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles