সর্বশেষ

26.2 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

রামেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

শাহাদাত হোসাইনঃ করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ৩ জন মারা গেছেন। শুক্রবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে শনিবার (২৩ জুলাই) ভোর রাত সাড়ে ৪টার মধ্যে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

এদের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী। করোনার উপসর্গ ছাড়াও নানান রোগে ভুগছিলেন তারা।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী টপ নিউজ কে এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে একজন নারী এবং দুজন পুরুষ মারা গেছেন।

৫০ বছর বয়সী ওই নারী মারা গেছেন শনিবার ভোররাত সাড়ে ৪টার দিকে।এর প্রায় ঘণ্টা দুয়েক আগে মারা গেছেন ৫২ বছর বয়সী একজন পুরুষ।এছাড়া শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে মারা গেছেন আরো৬২ বছর বয়সী এক পুরুষ।এই তিনজন ই করোনার উপসর্গ নিয়ে মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন।

এদিকে খোজ নিয়ে জানা গেছে,২৪ শয্যার রামেক করোনা ইউনিটে শনিবার সকাল৯টাপর্যন্ত ভর্তি ছিলেন ১৩জন রোগী।গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি নেই। তিনজন মারা গেলেও আরও তিনজন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে এসেছেন।

বর্তমানে হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৪ জন।করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪জন।ভর্তি অন্য তিনজ নকরোনা নেগেটিভ।তবে এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যান নি কোনো রোগী।

এর আগে গতকাল শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ আরটিপিসিআর ল্যাবে ১৩টি নমুনা পরীক্ষায় একটিতে একজনের করোনা ধরা পড়েছে।করোনা শনাক্তেরহার ৭ দশমিক ৬৯ শতাংশ বলেও জানান রামেক পরিচালক।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles