সর্বশেষ

28.3 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

রাশিয়া-ইউক্রেন প্রসঙ্গ : চীনের শান্তি প্রস্তাব, দেখা করতে চান জেলেনস্কি

টপ নিউজ ডেস্কঃ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ১২ দফার একটি ‘শান্তি প্রস্তাব’ দিয়েছে চীন। আর বেইজিংয়ের এ প্রস্তাব সামনে আসার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে যুদ্ধ বন্ধে দেখা করতে চান।

গতকাল শুক্রবার কিয়েভে ইউক্রেনে রাশিয়ার হামলার এক বছর পূর্তি উপলক্ষে একটি সংবাদ সম্মেলন করেন জেলেনস্কি। সেখানে তিনি বলেছেন, ‘চীনের প্রস্তাব ইঙ্গিত করছে যে তারা শান্তির পথ খোঁজার কাজ করছে।’

অবশ্য শান্তির প্রস্তাবের কথা চীন বললেও পশ্চিমা দেশগুলো কয়েকদিন ধরে দাবি করে আসছে, রাশিয়াকে অস্ত্র দেওয়ার চিন্তা করছেন শি জিনপিং। এ ব্যাপারেও জেলেনস্কি কথা বলেছেন। তিনি বলেছেন, ‘আমি সত্যিই বিশ্বাস করতে চাই রাশিয়াকে অস্ত্র দেবে না চীন।’

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে জেলেনস্কি বৈঠক করার আগ্রহ প্রকাশ করলেও এখনো এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি চীন। এদিকে রাশিয়া চীনের শান্তি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। তবে চীনের প্রস্তাবকে উড়িয়ে দিয়েছে পশ্চিমারা।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles