সর্বশেষ

24.8 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ : ওডেসায় ক্ষেপণাস্ত্রের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১

টপ নিউজ ডেস্কঃ ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দর নগরী ওডেসায় ক্ষেপণাস্ত্রের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। এদের মধ্যে রয়েছে ৩ শিশু। শক্তিশালী এই ক্ষেপণাস্ত্র হামলার পর ছয় শিশুসহ ৩৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

এই হামলার বিষয়ে ইউক্রেনের অভিযোগ, রুশ বোমারু বিমান থেকেই তিনটি ‘এক্স-২২’ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। যদিও এই হামলার দায় অস্বীকার করেছে মস্কো।

তবে এই হামলা চালানোর জন্য রাশিয়াকে অব্যশই জবাবদিহির আওতায় আনতে হবে বলে জানিয়েছে জার্মানি। দেশটির সরকার বেসামরিক নাগরিকদের ওপর হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অ্যাখায়িত করেছে।

এর আগে, জাতিসংঘের উদ্যোগে কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য বের করার মানবিক করিডোরের জন্য ‘শুভেচ্ছার নিদর্শন হিসেবে’ রাশিয়া স্নেক আইল্যান্ড থেকে সেনা প্রত্যাহার করার সিদ্ধান্ত হওয়ার পরদিন ওডেসায় এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles