সর্বশেষ

39.3 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

রাসিক নির্বাচন : ৭০ শতাংশ ভোট পড়বে আশা আওয়ামী প্রার্থী লিটনের

টপ নিউজ ডেস্কঃ আসন্ন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন আশা করেন, ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়বে।

তিনি বলেছেন, ‘কাউন্সিলর প্রার্থী ও সমর্থকেরাও সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের নিয়ে আসেন। আমি মনে করি, ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট এই নির্বাচনে কাস্ট হতে পারে।’

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুরশিদ আলম এবং জাকের পার্টির প্রার্থী এ কে এম আনোয়ার হোসেন শঙ্কা প্রকাশ করেছেন ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নিয়ে।

রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুক্রবার (২ জুন) দুপুরে প্রতীক বরাদ্দের পর সাংবাকিদের তিনি এসব কথা বলেন।

আরো পড়ুনঃ রাজশাহী সিটি নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ হলো আজ

এদিন (২ জুন) সিটি নির্বাচনে অংশ নেওয়া মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতীক বরাদ্দ করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন। প্রথমে প্রতীক বরাদ্দ করা হয় সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মাঝে। সব শেষে প্রতীক বরাদ্দ করা হয় মেয়র প্রার্থীদের।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles