সর্বশেষ

41 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

রুশ সেনা ভাদিম শিশিমারিনকে যাবজ্জীবন কারাদণ্ড

টপ নিউজ ডেস্কঃ যুদ্ধাপরাধের প্রথম মামলায় রুশ সেনা ভাদিম শিশিমারিনকে ইউক্রেনের একটি আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন । গত ২৪ ফেব্রুয়ারি এটি প্রথম যুদ্ধাপরাধের মামলার রায় রাশিয়া ইউক্রেনে হামলার পর । ভাদিম শিশিমারিনের বিরুদ্ধে এক বেসামরিক লোককে আনা হয়েছে হত্যার অভিযোগ ।

জানা গেছে, ওই সেনা মস্কোর কানতেমিরস্কভা ট্যাংক ডিভিশনের সদস্য ২১ বছর বয়সী অভিযুক্ত । শিশিমারিনের বিরুদ্ধে দেশটির উত্তর-পূর্বের চুপাখিভকার একটি গ্রামে গত ২৮ ফেব্রুয়ারি হত্যার অভিযোগে মামলা হয় ৬২ বছর বয়সী ওলেক্সান্ডার শেলিপভকে ।

রাশিয়ার ওই সেনা শেলিপভকে গুলি করে হত্যার দায় জানা গেছে স্বীকার করেছেন বলে ।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিসের তরফে জানানো হয়, রুশ সেনাদের ওপর হামলা চালান ইউক্রেনের সেনারা। অভিযুক্ত ওই সেনাসহ চার রুশ সেনা চুরি করে পালিয়ে যাচ্ছিলেন একটি ব্যক্তিমালিকানাধীন গাড়ি । চুপাখিভকা আসার পর তারা দেখতে পান গ্রামের এক সাইকেল আরোহীকে । এসময় ওই ব্যক্তি ফোনে কথা বলছিলেন। রুশ সেনাদের উপস্থিতি সম্পর্কে যাতে না পারেন তথ্য দিতে , সে জন্য অভিযুক্ত সেনা নির্দেশ দেন গুলির । গুলি চালালে মারা যান তিনি ঘটনাস্থলেই ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles