সর্বশেষ

33.9 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

রেকর্ডময় সিরিজের শেষে লজ্জার হার বাংলাদেশের

টপ নিউজ ডেস্কঃ বাংলাদেশের দাপট ছিল ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি উভয় সিরিজেই। ওয়ানডের এক ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও বাকি দুটোতেই টাইগাররা জিতেছিল রেকর্ড গড়ে। আর টি-টোয়েন্টিতেও আইরিশদের রীতিমতো উড়িয়ে দিয়েছিল প্রথম দুই ম্যাচে সাকিবের দল। কিন্তু শেষ ম্যাচে এসে স্বাগতিকরা দেখলো মুদ্রার উল্টো পিঠ।

রেকর্ডময় এই সিরিজের শেষটা হয়েছে লজ্জ্বাজনক। আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে প্রথমবারের মত কোনো ম্যাচে হেরেছে বাংলাদেশ। আর তাই ৭ উইকেটের বড় হারে ২-১ ব্যবধানে সিরিজ জিতেই সন্তুষ্ট থাকতে হল বাংলাদেশকে।

আজ টস জিতে ব্যাটিং করতে নেমে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। শুধু ব্যর্থ নয় রীতিমতো অসহায় আত্মসর্মপণ করেছেন সাকিব-শান্তরা। গত ম্যাচে রেকর্ড গড়া লিটন আউট হয় ব্যক্তিগত ৫ রানে, রনি ১৪, শান্ত ৪, সাকিব ৬, পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। এক প্রান্ত আগলে রেখে ৫১ রান করেন শামীম, তার ব্যাটে ভর করেই ১২৪ রানের পুঁজি পায় স্বাগতিকরা। জবাবে মাত্র ৩ উইকেট হারিয়ে আইরিশরা পৌঁছে যায় ১৪ ওভারে জয়ের বন্দরে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles