সর্বশেষ

31.5 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

রোবট ‘স্পট ‘ চার পায়ের

টপ নিউজ ডেস্কঃ চার পায়ের একটি কুকুরাকৃতির রোবট ‘স্পট তার নাম । ইতালির দক্ষিণাঞ্চলের পম্পেই শহরের স্থাপনা পর্যবেক্ষণ ও প্রাচীন রাস্তাঘাট ও পাহাড়া দেওয়াই এর কাজ। মূলত একজন তত্বাবধায়ক সেখানকার অলিগলি পাহাড়া দেন যেভাবে , ঠিক সেভাবেই দেখভাল করতে ‘স্পট’ সক্ষম ।

বার্তা সংস্থা রয়টার্সের জানা যায় এক প্রতিবেদন থেকে, যুক্তরাষ্ট্রের বোস্টন ডিনামিক্সের ডিজাইনে তৈরি নগর এলাকা পর্যবেক্ষণের মতো এই রোবটটি বিশেষ কাজে পারদর্শী। পম্পেই শহরের বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারে রোবট ‘স্পট’ নিরাপত্তা ও কাঠামোগত সমস্যা সমাধানের জন্য। শুধু তাই নয়, রাতে শহরের আনাচে-কানাচে ক্ষুদ্র ও বৃহৎ পরিসরে এটি কাজ করতে সক্ষম ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles