সর্বশেষ

43.3 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

লঞ্চ ভাড়া পুনর্নির্ধারণে কমিটি, গেজেট প্রকাশ বুধবার

টপ নিউজ ডেস্কঃ জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে লঞ্চের ভাড়া মালিকরা দ্বিগুণ করার দাবি জানিয়েছেন । তবে এ ব্যাপারে গঠন করা হয়েছে একটি কমিটি । এই কমিটির সুপারিশের ভিত্তিতে আগামী বুধবার (১০ আগস্ট) ভাড়া বাড়ানোর প্রকাশ করা হবে চূড়ান্ত গেজেট। সোমবার (৮ আগস্ট) দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ে ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে নৌযানের যাত্রী ভাড়া সমন্বয়ের লক্ষ্যে এই সিদ্ধান্ত হয় সভায় ।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, প্রস্তাবিত ভাড়ার হার বেশি মালিকদের । এজন্য করা হয়েছে কমিটি । কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য ওয়ার্কিং গ্রুপ কাজ করবে । আজ কমিটি পুনরায় বসবে। যা ১০ তারিখের মধ্যে প্রকাশ করা হবে গেজেট । প্রজ্ঞাপন হওয়ার আগ পর্যন্ত আগের ভাড়াতেই লঞ্চ চলবে বলে তিনি জানান । সচিবের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু লঞ্চ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি মো. আব্দুস সালাম খানসহ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) প্রতিনিধি ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles