সর্বশেষ

32.9 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

লাইসেন্স নম্বর থাকতে হবে হাসপাতাল-ক্লিনিকের সাইনবোর্ডে

টপ নিউজ ডেস্কঃ দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংকের সাইনবোর্ডে তাদের স্বাস্থ্য অধিদপ্তর লাইসেন্স নম্বর যুক্ত করার নির্দেশ দিয়েছে ।

অনুমোদনহীন চিকিৎসা কেন্দ্র বন্ধে অভিযানের মধ্যেই এ নির্দেশনা এল স্বাস্থ্য অধিদপ্তরের । রোগী সেবা নিশ্চিত এবং অনিয়ম বন্ধে অধিদপ্তর এই নির্দেশনা দিয়েছে ।

নির্দেশনা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সতর্ক করা হয়েছে শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে । বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমুহ) বেলাল হোসেনের স্বাক্ষরে পাঠানো এসব কথা বলা হয়েছে এক আদেশে । আদেশে আরও বলা হয়েছে, দেশের সব বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার , ক্লিনিক এবং ব্লাড ব্যাংকে মেয়াদোত্তীর্ণের তারিখসহ ঝুলিয়ে দিতে হবে লাইসেন্স নম্বর সাইনবোর্ডে । প্রয়োজনে কিউআর কোডসহ সেটি করতে হবে ডিসপ্লে । নয়ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles