সর্বশেষ

36.7 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত: অনুপস্থিত ২১ হাজার, বহিষ্কার ৩

 টপ নিউজ ডেক্স: সারা দেশে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশনারি পর্যায়ে শিক্ষক নিয়োগের জন্য ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা । শুক্রবার সকাল ৯টা থেকে ১২ টা চলে স্কুল পর্যায়ে এ পরীক্ষা।

৮ জেলায় ৭৮ হাজার ২৪৩ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও ৫৭ হাজার ২৭৪ জন পরীক্ষায় অংশ নেন। ২০ হাজার ৯৬৯ জন অনুপস্থিত ছিলেন এবং বহিষ্কার হয়েছেন ৩ জন অসদুপায় অবলম্বনের দায়ে।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এসব তথ্য। এতে বলা হয়, আগামীকাল শনিবার একইভাবে ৮ জেলায় কলেজ পর্যায়ের সকাল ৯টায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এনটিআরসিএর এর আগে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ মে স্কুল ও স্কুল-২ পর্যায়ের লিখিত পরীক্ষা এবং  কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা  অনুষ্ঠিত হবে ৬ মে। ১ লাখ ৫১ হাজার ৪৩৬ প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীকে অংশগ্রহণ করতে হবে ঐচ্ছিক বিষয়ে বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষায়।

২০২০ সালের ২৩ জানুয়ারি প্রকাশ করা হয় ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি। এনটিআরসিএর অধীনে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা গত ৩০ ও ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles