সর্বশেষ

30.7 C
Rajshahi
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

‘শীত আগমনী উৎসব’ বসছে  রাবির চারুকলায়

টপ নিউজ ডেক্স: প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শীত আগমনী উৎসব-১৪২৯ রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে’। আগামী সোমবার দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া এই উৎসবের মূল আকর্ষণে থাকবে কারুকার্যে সজ্জিত সূর্যমুখী ফুলের বাগান,  ঢেঁকির ডামি, অতিথি পাখি সজ্জিত বটগাছ এবং পদ্ম পুকুর।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন একাডেমিক ভবনের ৩০৮ নম্বর কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনুষদের শিক্ষার্থীরা এসব তথ্য জানায় ।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চারুকলা অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বলেন, বাঙালি জাতির শিল্প ও সংস্কৃতিসত্ত্বার ধারক-বাহক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে বরাবরই বৈচিত্র্যময় ঋতুবরণ উৎসবের আয়োজন করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো এবছর চারুকলা অনুষদের তিন বিভাগের শিক্ষার্থীরা সম্মিলিত প্রয়াসে আগামী ১২ ডিসেম্বর চারুকলা অনুষদ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে ‘শীত আগমনী উৎসব-১৪২৯’ আয়োজন করতে যাচ্ছে।

অন্য এক শিক্ষার্থী বলেন, ঢেঁকির সম্পর্ক বাঙালি সংস্কৃতির সঙ্গে অতিপ্রাচীন। এককালে ঢেঁকিতে ধান ভানার পর প্রাপ্ত চাল ভিজিয়ে ঢেঁকির মাধ্যমেই গুড়ো করে আটা তৈরি করা হতো এবং সেই আটা দিয়ে বানানো হত শীতের পিঠাপুলি। কালের বিবর্তনে গ্রাম বাংলায় এখন আর ঢেঁকির প্রচলন নেই। তাই ঢেঁকির ডামির মাধ্যমে আমরা এবারের উৎসবে  বর্তমান প্রজন্মের কাছে আমাদের সেই প্রাচীন সংস্কৃতিকে তুল ধরতে চাই।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ঝরা পাতার শীতে প্রকৃতিকে রাঙিয়ে তুলতে এদেশের খালে-বিলে ফোটে লাল পদ্ম, আর সেই খাল-বিলে দিনভর চলে অতিথি পাখির জলকেলি। পাশাপাশি শীতকালে সৌন্দর্যের পরশ বুলিয়ে শিল্পী মনে দ্যোতনা জাগায় হলুদ সূর্যমুখী। আমরা মূলত পদ্ম পুকুর, অতিথি পাখি এবং সূর্যমুখী ফুলের মাধ্যমে চারুকলা প্রাঙ্গণে এদেশের শীতকালীন আবহটিকে উপস্থাপন করতে চাই। এছাড়া এই উৎসবকে ঘিরে চারুকলা প্রধান ফটক থেকে শুরু করে চারুকলা মুক্তমঞ্চসহ পুরো প্রাঙ্গণকে শিল্পীর রঙ তুলির ছোঁয়ায় সাজানো হবে বর্ণিল সাজে। পাশাপাশি অনুষদ প্রাঙ্গণে বসবে হরেক রকমের ছয়টি পিঠার স্টল।

তিনি আরও বলেন,আগামী ১২ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় দুটি পর্বে অনুষ্ঠিত দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করা হবে। প্রথম পর্বে থাকবে- ‘শীত আগমনী উৎসব-১৪২৯’ এর উদ্বোধনী, আলোচনা সভা, চারুকলা অনুষদের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ এবং আনন্দ র‌্যালী। দ্বিতীয় পর্বে দুপুর থেকে রাত ১০ টা পর্যন্ত থাকবে সাংস্কৃতিক আয়োজন। উৎসবের প্রথম পর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক সুলতান-উল-ইসলাম এবং অধ্যাপক হুমায়ুন কবীর। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, জনসংযোগ দপ্তরের প্রশাসক, ছাত্র উপদেষ্টাসহ চারুকলা অনুষদের তিন বিভাগের সভাপতিবৃন্দ। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন চারুকলা অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ আলী।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles