সর্বশেষ

30.8 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা

টপ নিউজ ডেস্কঃ পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে । এবার করোনার বিধিনিষেধের কড়াকড়ি না থাকায় বেশির ভাগ অংশগ্রহণকারী হজে যোগ দিয়েছেন মাস্ক ছাড়া ।

এরইমধ্যে মক্কা থেকে হজযাত্রীরা যাত্রা তাবুর শহর বলে পরিচিত ঐতিহাসিক মিনায় শুরু করেছেন । বুধবার ( ০৭ জুলাই) তারা তাওয়াফ করেন পবিত্র মক্কায় কাবা শরীফ । এর মধ্যদিয়ে এবার পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে ।

বুধবার গত রাত থেকেই তারা মিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন । অনেকে পৌঁছে গেছেন এরই মধ্যে । বাকিরা সমবেত হবেন আজ সেখানে ।

মিনায় হাজিরা ৮ জিলহজ জোহর থেকে ৯ জিলহজ ফজরসহ আদায় করবেন মোট পাঁচ ওয়াক্ত । এরপর শুক্রবার ফজরের নামাজ আদায় করে তারা আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা দেবেন ।

পবিত্র হজের ৫ দিন ধরে আনুষ্ঠানিকতা চলে । তার মধ্যে আরাফাতের দিবসকে মূল হজ হিসেবে ধরা হয় । মিনা থেকে শুক্রবার ভোর থেকেই হজযাত্রীরা লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক ধ্বনিতে সমবেত হবেন আরাফাতের ময়দানে । তাদের সমস্বরে উচ্চারিত ‘লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক’ ধ্বনিতে আরাফাতের আকাশ বাতাস মুখরিত হবে ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles