সর্বশেষ

28.5 C
Rajshahi
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

শেখ হাসিনা মঞ্চে কাঁদলেন পরশ-তাপসকে ডেকে নিয়ে

টপ নিউজ ডেস্কঃ ‘তিন বছরের তাপস, পাঁচ বছরের পরশ । লাশ পড়ে আছে বাবা-মায়ের । দুটি বাচ্চা চিৎকার করছে বাবা-মায়ের লাশের কাছে গিয়ে। বাবা ওঠো, বাবা ওঠো..। মা ওঠো, ওঠো মা …। সেদিন সাড়া দেয়নি কেউ ।’

এভাবেই ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের বুলেটে নিহত শেখ ফজলুল হক মনি ও তার স্ত্রী আরজু মনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যাকাণ্ডের স্মৃতিচারণ করেন । মঙ্গলবার (৩০ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস স্মরণে ঢাকা মহানগর আওয়ামী লীগ তিনি এ স্মৃতিচারণ করেন আয়োজিত সভায় বক্তৃতাকালে । কান্নাজড়িত কণ্ঠে শেখ হাসিনা বলেন, ‘আজকে এখানে পরশ ও বসে আছে তাপস ।’ তখন পরশের দিকে প্রধানমন্ত্রীর চোখ যায় । তাপস মঞ্চে থাকলেও পরশ ছিলেন না। তিনি নিচে বসেছিলেন প্রথম সারিতে ।

তখন প্রধানমন্ত্রী বলেন, ‘পরশ সামনে বসে আছে চুপ করে । পরশ আসো, আস কাছে আসো। ওকে নিয়ে আসো..।’ পরশ আসলে তাপসও এগিয়ে গিয়ে কান্না করেন ভাইকে জড়িয়ে ধরে । দুই ভাই ও প্রধানমন্ত্রীর কান্নায় তখন পরিবেশ ভারী হয়ে ওঠে । অনুষ্ঠানে উপস্থিত সবার তখন চোখে পানি।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles