সর্বশেষ

28.3 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

শ্রাবণের আকাশের মেঘ বিএনপির মুখে: বলেন ওবায়দুল কাদের

টপ নিউজ ডেস্কঃসড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, আজ আনন্দের হাসি সবার মুখে । আর বিএনপির মুখে শ্রাবণের আকাশের মেঘ । এত ষড়যন্ত্র, এত কূটচাল, তারপরও পদ্মা সেতু শেখ হাসিনা করে ফেললেন। মির্জা ফখরুলের (বিএনপি মহাসচিব) মন খারাপ, বড় বিষের জ্বালা, বুকে বড় ব্যথা । জ্বালায়-জ্বালায় তারা মরছে ।

শনিবার (২৫ জুন) মাদারীপুরের শিবচর কাঁঠালবাড়িতে এসব কথা বলেন তিনি আয়োজিত আওয়ামী লীগের বিশাল জনসভায় ।

ওবায়দুল কাদের বলেন, এ পদ্মার পাড়ে কত ছেলে অপেক্ষা করেছে তার অসুস্থ মাকে নিয়ে । কিন্তু আসেনি ফিরে । পরে বাড়ি ফিরেছে মায়ের মৃত লাশ নিয়ে । পদ্মায় আটকা পড়ে কত ছেলে যেতে পারেনি তারা বাবার জানাজায় । অনেকে বলে, পদ্মা সেতুর জন্য এত টাকা, এত টোল, কিন্তু এ এলাকার মানুষ জানে তাদের কত প্রয়োজন পদ্মা সেতু । যারা বিষয়টি জানে না তারা পদ্মা সেতুর গুরুত্ব করতে পারবে না অনুধাবন ।

‘আজ পদ্মা সেতুর সঙ্গে প্রধানমন্ত্রী যুক্ত করেননি তার নাম । কিন্তু এখানে চন্দ্র ও সূর্য উদয় হবে যত দিন , তত দিন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা স্মরণ করবে আপনাকে । বঙ্গবন্ধুর কথা স্মরণ করে, শেখ হাসিনার মুখের দিকে চেয়ে আপনারা দিয়েছেন পৈতৃক ফসলি জমি । আমরা কৃতজ্ঞ পদ্মার পাড়ের মানুষের প্রতি ।’

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles