সর্বশেষ

36.1 C
Rajshahi
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

শ্রীনগরে ঐতিহ্যবাহী রুসদী উচ্চ বিদ্যালয়ের নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী রুসদী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২২ উপলক্ষে মতবিনিময় সভা হয়েছে। ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে আগামী ২৩ জুলাই বিদ্যালয় প্রাঙ্গণে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

অভিভাবক সদস্য পদে মোট ৮ জন ও দাতা সদস্য পদে ২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৩ জুলাই রুসদী উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজীব আহমেদ। এরই ধারাবাহিকতায় গত ১৯ জুলাই(মঙ্গলবার) সন্ধ্যার দিকে কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী বাজারে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

কুকুটিয়া ইউপি চেয়ারম্যান হাজী মো. বাবুল হোসেন বাবু’র সভাপতিত্বে ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তন্তর ইউপি চেয়ারম্যান মো. আলী আকবর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তন্তর ইউপি’র সাবেক চেয়ারম্যান ও রুসদী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজী মো. আওলাদ হোসেন, মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমতির সভাপতি এ্যাডভোকেট হাজী মো. জাকারিয়া মোল্লা, রুসদী উচ্চ বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য আব্দুস ছালাম সেন্টু মুক্তার, মো. সোহরাব মৃধা, তন্তর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জুলহাস আহমেদ পাপ্পু, প্রাক্তন ছাত্র জসিম মোল্লা প্রমুখ। বক্তারা বলেন, বিদ্যালয়ের নির্বাচন বানচালের জন্য একটি কুচক্রিমহল চেষ্টা করছেন। তাদের নিশ্চিত পরাজয় ভেবে আসন্ন নির্বাচন স্থগিত করার লক্ষে সংশ্লিষ্ট দপ্তরে ভিত্তিহীন অভিযোগ এনে অযৌক্তিক আবেদন করে যাচ্ছেন।

এ সময় উপস্থিত ছিলেন রুসদী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদপ্রার্থী আব্দুল মঈম কমল (এল.এল.বি, অনার্স), ফরহাদ হোসেন পেল্টু (বি.কম,এম.কম, প্রিলি.), মো. মাহবুবুর রহমান হারুন, সোহেল সেজাল, দাতা সদস্য পদপ্রার্থী মো. আশাদুজ্জামান ও বিদ্যালয়টির অত্র এলাকার অভিভাবক ভোটারগণ।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles