সর্বশেষ

43.1 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

শ্রীনগরে ছাত্রীর গলা ও হাতের রগ কাটার ঘটনায় আসামী গ্রেফতার হয়নি

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে পুর্ব শত্রুতার জের ধরে ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির চাঁদনী (১৭) নামে এক ছাত্রীর গলা ও হাতের রগ কেটে দেওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলা দায়েরের পর অভিযুক্ত আসামী রাব্বির পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজনরা ওই ছাত্রীর নানা-মামাদের হুমকি ধমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে অতি উৎসাহী এলাকার একটি মহল দুই পক্ষের মধ্যে মিমাংসার জন্য চেষ্টা চালাচ্ছেন। স্থানীয়রা জানায়, ডাক্তারের পরামর্শে চাঁদনীকে এখন ঢাকায় তার মা-বাবার কাছে রাখা হয়েছে।

সেখানে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। চাঁদনীর ওপর এ হামলার পর থেকেই এলাকায় একটি মহল ঘটনা ধামাচাপা দেয়ার জন্য তৎপর হয়ে উঠে। আহত চাঁদনীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েক সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে প্রতিবাদের ঝড় উঠে। স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ভুক্তভোগী ছাত্রীর নানা মো. আনিস ফকির (৭৫), খালা শিখা বেগম বলেন, চাঁদনী এখন কিছুটা সুস্থ। মামলা দায়ের পর আসামীরা নানাভাবে ভয়ভীতি ও হুমকি ধমকি দিচ্ছে। মামলার প্রধান আসামী রাব্বির এক আত্মীয় ভাগ্যকুলের জগন্নাথপট্রি এলাকার মিনারা ও তার ছেলে সুমন তাদের দেখে নেয়ার হুমকি দেয়।

চাঁদনীর ছোট মামা মো. রতন ফকির বলেন, গত শুক্রবার দুপুরে দুইজন আমাদের বাড়িতে কিছু লোক মিমাংসার জন্য প্রস্তাব নিয়ে আসে। আমরা এ বিষয়ে কোন কথা বলিনি। আসামী রাব্বির লোকজন আমাদেরকে বিভিন্ন মাধ্যমে হুমকি ধমকি দিচ্ছে। আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের জানিয়ে রাখছি। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ও শ্রীনগর থানার এসআই সামিউল ইসলাম জানান, আসামী গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। হুককি ধমকি প্রদানের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত ৩১ নভেম্বর সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ কামারগাঁও গ্রামে পুর্ব শত্রুতার জের ধরে দশম শ্রেণির ছাত্রী চাঁদনীর গলা ও হাতের রগ কেটে দেয়। জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটানোর অভিযোগ করে ভুক্তভোগী ছাত্রীর পরিবার। এ ঘটনায় ওই রাতেই চাঁদনীর বড় মামা জাহাঙ্গীর ফকির অভিভযুক্ত রাব্বিসহ এজাহারভুক্ত ৫ জনসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles