শ্রীনগরে জেলে পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ

0
338

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ১৭টি জেলে পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার (২১ মার্চ ) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক (মৎস্য অধিদপ্তর, ঢাকা) এলিজ ফরজানা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, ভাগ্যকুল ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ, বাঘড়া ইউপি চেয়ারম্যান আবু আল নাসের তানজিল প্রমুখ।

এ সময় স্থানীয় ইউপি সদস্য বৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তালিকাভুক্ত জেলে পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। জানা যায়, ২০২২-২০২৩ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পে আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে উপকরণ সহায়তা হিসেবে জেলে পরিবারের সদস্যদের হাতে মোট ১৭টি বকনা বাছুর তুলে দেওয়া হয়।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here