সর্বশেষ

30.3 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

শ্রীনগরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিক্রমপুর ব্লাড ব্যাংকের আয়োজনে ও ফেমাস জেনারেল হাসপাতালের সার্বিক সহযোগীতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন হয়েছে। মঙ্গলবার সকালে শ্রীনগর সরকারি কলেজ হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর।

এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন, বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: সাব্বির শেখ, ফেমাস জেলারেল হাসপাতালের পরিচালক মো: আমিনুল ইসলাম, ডাঃ তানভির মাহমুদুল হাসান, ঢাকা মহানগর দক্ষিণ তাঁতীলীগের মতিঝিল থানার সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মৃধা, শ্রীনগর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম লিমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন খান, ছাত্রলীগ নেতা শাহাদাৎ হোসেন পলাশ, শামীম হোসেন, সাদ্দাম হোসেন নীরব, ওলামা লীগ নেতা মো: আলী নুরসহ রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুর সংগঠনের ভলান্টিয়ার ও কলেজের ছাত্র-ছাত্রী বৃন্দ। উক্ত কর্মসূচির আওতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়, ডায়াবেটিস পরীক্ষা ও প্রেসার পরিমান করা হয়।

প্রায় ২ শতাধিক মানুষ এ ক্যাম্পের আওতায় সেবা গ্রহন করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles