সর্বশেষ

33.7 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

শ্রীনগরে ২৪ হাজার ৩৪৯ জন পেলেন কোভিড’র প্রথম ডোজ

মো: ফারুখ খাঁন, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: সারাদেশে একদিনে এক কোটি” কোভিড ভ্যাকসিন ক্যাম্পেইন কর্মসূচির আওতায় মুন্সীগঞ্জের শ্রীনগরে ২৪ হাজার ৩৪৯ জন নারী-পুরষকে প্রথম ডোজের টিকা প্রদান করা হয়েছে। ৯ হাজার ৬৮৫ জন পুরুষ। ১৪ হাজার ৬৬৪ জন নারী। এর মধ্যে ১২ থেকে ১৮ বয়সী শিক্ষার্থী রয়েছে ১ হাজার ৫৬০ জন। শ্রীনগর উপজেলা প্রশাসনের তত্বাবধায়নে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলে।

দেখা গেছে, উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ৪২টি কেন্দ্রে কোভিড-১৯’র প্রথম ডোজের শেষ দিনে টিকা নিতে বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ ভিড় জমান। এর মধ্যে নারীদের উপস্থিতি ছিল বেশী।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু তোহা শাকিল জানান, এক দিনে এক কোটি কোভিড টিকাদান কর্মসূচির আওতায় উপজেলায় মোট ২৪ হাজার ৩৪৯ জনকে প্রথম ডোজের টিকা প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের তত্বাবধানে ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সহযোগীতায় মোট ৪২টি কেন্দ্রে কোভিড টিকাদান কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles