সর্বশেষ

43.3 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

সপ্তাহজুড়ে ৫০০ হেলমেট বিতরণ

টপ নিউজ ডেস্কঃ রাজশাহীতে মোটরসাইকেল আরোহীদের মাঝে করা হয়েছে বিনামূল্যে হেলমেট বিতরণ । রোববার (১২ জুন) বিকালে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পক্ষ থেকে ্এই হেলমেট বিতরণ করা হয় নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর ও সাহেববাজার জিরোপয়েন্টে ।

আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক নিজেই মাথায় হেলমেট মোটরসাইকেল আরোহীদের পরিয়ে দিয়ে তা ব্যবহারের অনুরোধ জানান। মোটরসাইকেল চালকের পাশাপাশি তিনি হেলমেট পরিয়ে দেন আরোহী অন্য ব্যক্তিকেও । নারীরাও বাদ পড়েননি ।

এ সময় উপস্থিত ছিলেন নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মজিদ আলী, বোয়ালিয়া জোনের উপকমিশনার সাজিদ হোসেন, ট্রাফিক বিভাগের উপকমিশনার অনির্বান চাকমা প্রমুখ ।

হেলমেট বিতরণ শেষে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, অনেকে মারা গেছেন ঈদের সময় দুর্ঘটনায় হেলমেট না পরার কারণে। গুরুতর আহত হয়েছে অনেকে । নতুন সড়ক আইনে হেলমেট না পরার অপরাধে জরিমানা করা হচ্ছে পাঁচ হাজার টাকা পর্যন্ত । তারপরও সৃষ্টি হচ্ছে না সচেতনতা । এ জন্য সচেতনতা সৃষ্টিতে নেওয়া হয়েছে এ পদক্ষেপ ।

সপ্তাহজুড়েই তারা বিতরণ করবেন প্রায় ৫০০ হেলমেট । এরপর এ বিষয়ে কঠোর হয়ে নেওয়া হবে আইনগত পদক্ষেপ ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles