সর্বশেষ

43.9 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

সপ্তাহে মাত্র একদিন ছুটি যুক্তরাজ্যের কোম্পানি কর্মীদের

টপ নিউজ ডেস্কঃ সাত দিনের সপ্তাহে ছুটি মেলে মাত্র একদিন । কোথাও কোথাও ছুটি থাকে দুইদিন। কিন্তু অফিস সময় শেষ হয়ে সেই সাপ্তাহিক ছুটি যেন আসতে না চায় । মনে হয় কত দীর্ঘ সময়!

তবে যুক্তরাজ্যের ১০০টি কোম্পানির কর্মীদের কমছে এই সাপ্তাহিক ছুটির অপেক্ষা । ওইসব কোম্পানি ঘোষণা দিয়েছে— তাদের কর্মীরা এখন থেকে ছুটি পাবেন ৩ দিন সাপ্তাহিক । এতে করে সপ্তাহে চারদিন কর্মদিবস হবে। কিন্তু এরপরও রাখা হবে না কোনও অর্থ কেটে ।

যে ১০০টি কোম্পানি সাপ্তাহিক ছুটি ৩ দিন করার ঘোষণা দিয়েছে সেগুলোতে প্রায় ২ হাজার ৬০০ জন কর্মী কাজ করেন । এসব কোম্পানিতে এ নিয়ে আগে চালানো হয়েছে পরীক্ষা-নিরীক্ষা । এরপর ঘোষণা দেওয়া হয়েছে এখন থেকে স্থায়ীভাবে সব কর্মী ছুটি পাবেন ৩ দিনের সাপ্তাহিক । অর্থাৎ এসব কোম্পানির কর্মীরা চারদিন কাজ করবেন সপ্তাহে । আর তিনদিন ছুটি কাটাবেন। তিন দিন সাপ্তাহিক ছুটি দেওয়ার বিষয়টিকে সমর্থনকারীরা জানিয়েছেন, সপ্তাহে পাঁচ কর্মদিবসের পর ছুটি দেওয়ার বিষয়টি একটি বাজে ব্যবস্থা আধুনিক অর্থনীতিতে ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles