সর্বশেষ

24.3 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

সবজির দাম সামান্য বেড়েছে , স্থিতীশীল মাছ মাংসের বাজার

নিজস্ব প্রতিবেদক: শীতকাল মানেই অনেক সবজি ও ফল। নানা ধরনের সবজিতে বাজার থাকে রঙিন। তার ওপর সতেজ ও তরতাজা সব শাক-সবজি। 

তবে দেশজুড়ে কুয়াশা ও তীব্র শীতের কারণে এবার মাঠ থেকে ফসল তুলতে সমস্যায় পড়ছেন কৃষকেরা। আর ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে সবজি পরিবহন। তাই আগের তুলনায় আবারো সামান্য বেড়েছে সবজির দাম।

রাজশাহীর আসাম কলোনীর বৌ-বাজার ঘুরে জানা যায়, জিরা সাইল চাল ৭০ টাকা, পাইজাম চাল ৫৬ টাকা, আটাশ চাল ৬৬, বাছাই আটাশ ৬৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আটা ৫৮ টাকা, মসুর ডাল ১০৫ টাকা, দেশী মসুর ডাল ১৩০ টাকা, মুগ ডাল ৯৫ টাকা, বুটের ডাল ১০০ টাকা কেজি।

লিটার প্রতি বেতলজাত সয়াবিন তেল ১৮৫টাকা, বিভিন্ন ধরনের সরিষার তেল লিটার প্রতি ২৩০ থেকে ২৪০ টাকা মূল্যে বিক্রি হচ্ছে। আলু ২৫ টাকা, ছোট আলু ৪০ টাকা, পেঁয়াজ ৩০ টাকা, আদা ৯০ টাকা, রসুন ১০০ টাকা কেজি।

সবজির বাজার ঘুরে জানা গেছে, সীম কেজি প্রতি ৩০ টাকা, ফুলকপি ২০ টাকা, শালগম ১৫ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, মটর ৮০ টাকা, কাঁচা মরিচ ১০০ টাকা , বেগুন ২০ টাকা, ধনেপাতা ৩০ টাকা কেজি।

সালাদ করার প্রয়োজনীয় শসা ২০ টাকা, গাজর ৩০, টমেটো ২৫ থেকে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্যদিকে খেসারির শাক ৪০ টাকা, পালং শাক ১৫ টাকা, সবুজ শাক ১০ টাকা, পুঁই শাক ২০ টাকা, লাল শাক ২০ টাকা কেজি,  লাউ শাক ২০ টাকা আটি।

আমিষের মধ্যে গরুর মাংস ৬৫০-৭০০ টাকা ,বয়লার মুরগী ১৪০ টাকা, সোনালী মুরগী ২২০ টাকা, তেলাপিয়া মাছ ১৪০, বড় জিয়ল মাছ ৫০০, ছোট জিয়ল ৩০০, রুই ১৮০-২০০, কাতলা ২০০ টাকা, পাঙ্গাস মাছ ১৫০,গলদা চিৎড়ি ৬০০,টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles