সর্বশেষ

33.9 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

‘সবার আগে দেশের হয়ে খেলা’: তাসকিন

টপ নিউজ ডেক্স: আইপিএলের পর ইংলিশ কাউন্টিতে খেলার প্রস্তাব ডান-হাতি পেসার তাসকিন আহমেদ ফিরিয়ে দিলেন। তিনি প্রস্তাব পেয়েছিলেন ইয়র্কশায়ারের হয়ে ইংলিশ কাউন্টি লিগের লঙ্গার ভার্সনে খেলার । বিসিবি তাকে নিয়ে ভাবে আলাদা করে, এতে তাসকিন গর্বিত। বুধবার রাজধানীর কল্যাণপুরে তরুণ পেসারদের টিপস দিতে গিয়ে তিনি সাংবাদিকদের জানালেন, সবার আগে দেশের হয়ে খেলা-

আবহাওয়া যেমনই হোক, আমাদের মানিয়ে নিতে হবে, আমরা প্রস্তুত, বলেন তাসকিন।

কাউন্টিতে ডাক পাওয়া নিয়ে তিনি বলেন, ইয়র্কশায়ার চেয়েছিল, লম্বা সময়ের জন্য। কোচ ও ক্রিকেট বোর্ডের সঙ্গে  কথা হয়েছে, পরিশ্রম ও অন্য সবকিছু বিবেচনা করে তারা চিন্তা করেছে লঙ্গার ভার্সনের জন্য তাকে ইংল্যান্ডে পাঠাবে না।

কেন এই সিদ্ধান্ত জানতে চাইলে তিনি বলেন, বোর্ডও তার প্রতি দৃষ্টি রাখে,তার সৌভাগ্য। ওরা তাকে ফিট রাখার চেষ্টা করছে। দেশের হয়ে সব ম্যাচ যেন খেলতে পারি। ভবিষ্যতে সময় পেলে যেন লিগেও খেলতে পারি।

ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে তিনি বলেন, কে না লিগ খেলতে চায়।  যেহেতু আমি তিন ফরম্যাটে খেলছি, তাই একটু কঠিন হয়ে যায়। খারাপ লাগে ফ্রি টাইমে যেতে না পারলে। তবে দুর্ভাগা মনে হয় না নিজেকে। ব্যক্তিগত অর্জনের জন্য খেলতে চাই লিগগুলোও।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles