সর্বশেষ

26.2 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

সরাসরি রেমিট্যান্স আসবে মোবাইল ব্যাংকিংয়ে

টপ নিউজ ডেস্কঃ কেন্দ্রীয় ব্যাংক সুযোগ দিয়েছে বিকাশ, রকেট, উপায়ের মতো মোবাইলে আর্থিক সেবাদানকারী (এমএফএস) প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি প্রবাসী আয় বা রেমিট্যান্স দেশে আনার।

আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ।

প্রবাসীরা এ সেবা পাবেন বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স প্রাপ্ত এমএফএস প্রতিষ্ঠানে। এতে করে রেমিট্যান্স পাঠাতে পারবেন তাৎক্ষণিকভাবে। এতোদিন রেমিট্যান্স বিদেশি কোনো ব্যাংকের মাধ্যমে এনে ওই অর্থ গ্রাহকের মনোনীত ব্যক্তির কাছে পৌঁছে দিতে। এখন সরাসরি রেমিট্যান্স আনতে পারবে এমএফএস প্রতিষ্ঠানগুলো।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনায় বলা হয়েছে, লাইসেন্স প্রাপ্ত মোবাইল সার্ভিস প্রোভাইডারেরা এখন থেকে প্রবাসী আয় প্রত্যাবাসনের জন্য চুক্তিবদ্ধ হতে পারবে বিদেশস্থ অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার, ডিজিটাল ওয়ালেট, ব্যাংক, কার্ড স্কিম এবং এগ্রিগেটর পেমেন্ট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানের সঙ্গে।

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আগ্রহী মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস প্রোভাইডারদের আয় প্রত্যাবাসন সংক্রান্ত কার্যক্রম পরিচালনার বিষয়ে অনুমোদন চেয়ে আবেদন করতে হবে বাংলাদেশ ব্যাংকে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles