সর্বশেষ

29.2 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

সর্বাত্মক চেষ্টা করছি যাতে জনগণকে বৈশ্বিক সংকটের মধ্যে পড়তে না হয়:প্রধানমন্ত্রী

টপ নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার নির্বাচনের সম্প্রতি নির্বাচিত জনপ্রতিনিধিদের কোভিড-১৯ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক সংকট উত্তরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ।

তিনি বলেন, ‘আমরা সর্বাত্মক চেষ্টা করছি যাতে আমাদের দেশের জনগণকে বৈশ্বিক সংকটের মধ্যে পড়তে না হয় ভোগান্তিতে। নির্বাচিত প্রতিনিধি হিসেবে আপনারও কিছু দায়িত্ব আছে এবং আপনাকে সে দায়িত্ব পালন করতে হবে।’

গত ১৪ ও ২৮ নভেম্বর অনুষ্ঠিত পৃথক নির্বাচনে নোয়াখালী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান যথাক্রমে আবদুল ওয়াদুদ পিন্টু ও রুহুল আমিনকে শপথবাক্য পড়ানোর অনুষ্ঠানে বুধবার (২১ ডিসেম্বর) প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী দুই চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান। আর দুই জেলা পরিষদের ১৯ জন নির্বাচিত কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করান এলজিআরডি ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles