সর্বশেষ

37 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

সাপ্তাহিক বাজারদর : সবজি বিক্রেতাদের মুখে হাসি, শঙ্কায় মাছ ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদকঃ সপ্তাহের শেষদিনে আজ শনিবার (৭ জানুয়ারি) নগরীর আসাম কলোনির বউবাজার ঘুরে দেখা যায় সবজি বিক্রেতাদের মুখে আনন্দে হাসি আর মাছ বিক্রেতা কপালে ছিল চিন্তার ভাজ।

শীতকালে রমরমা সবজির বাজার। যোগান অঢেল হওয়ায় দামও সকলের আয়ত্ত্বের মাঝে। এছাড়া শীতকালীন টাটকা ও তাজা সবজি কিনতেই বেশি মনোযোগী ক্রেতারা। অন্যদিকে দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতারা।

টপ নিউজ টুয়োন্টিফোর অনলাইনকে একজন ক্রেতা বলেন, আজ তিনি আদা, ফুলকা, কাচকলা, কাঁচামরিচ, ধনেপাতাসহ নানান সবজি কিনেছেন। দাম যেমন কম তেমনই মানও ভালো। সবকিছুই টাটকা।

একজন সবজি বিক্রেতার সাথে কথা বলে জানা যায়, চাহিদা অনুসারে যোগান রয়েছে। ক্রেতারা কিনে খুশি, খুশি বিক্রেতারাও।

  • আসাম করোলনী বৌ বাজার, রাজশাহী

আজ বিভিন্ন সবজির দাম:

পুঁইমুচরি ২০ টাকা কেজি, লাল আলু ৪০ টাকা কেজি, মিস্টি আলু ৩০ টাকা কেজি, ফুলকপি, শিম, বেগুন, বাঁধাকপি, গাজরে বিক্রি হচ্ছে ২০ টাকা কেজিতে, টমেটো ৩০ টাকা কেজি, ফুলকা ১৫-১০ টাকা আটি, পালং শাক ১০ টাকা আটি, সবুজ শাক ১০ টাকা, খেসারি শাক ৩০ টাকা আটি এবং দেশি গাজর ১০ টাকা কেজি।

অন্যদিকে মাছের বাজারে ক্রেতার কমতি ছিল চোখে পড়ার মতো। শীতে মাছের যোগান কম হওয়ায় দাম বেড়েছে, মাছ বিক্রি হচ্ছে চড়া দামে। তাই ক্রেতারাও মাছ কিনছেন কম, তাতে চিন্তিত মাছ বিক্রেতারা।

মাছ-মাংসের আজকের বাজারদর:

রুই ২৪০, কাতল ২৮০, মির্কা ৩২০, টেংরা ৭২০, আইড় ৪০০, পুঁটি ৬০, দেশি কই ৪০০, পাঙ্গাস ১০০, গড়ই ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বয়লার মুরগী ১৪০, সোনালী মুরগী ২৪০ এবং গরুর মাংস ৬৪০-৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়াও চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানেও ছিল ভিড়।

জিরাশাইল ৬৮, পাইজাম ৫৬, লাল চাল ৪৫, বিভিন্ন জাতের আটাশ ৬৫-৬৮, মোটা চাল ৪২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মোটা মসুরি ১০৫, চিকন মসুরি ১৩০,  বুটের ডাল ৯৫, মুগের ডাল ৯৫ টাকা কেজি। আটার দাম ৫৮ টাকা, চালের আটা ৫৫ টাকা, কালাইয়ের আটা ১৩০ টাকা, চিনি ১১০ টাকা কেজি এবং নারিকেল ৭০ টাকা পিস বিক্রি হচ্ছে।

এছাড়া বিভিন্ন ডিম যেমন, লাল ডিম ৪০ টাকা, সাদা ডিম ৩৬ টাকা দেশি ও হাঁসের ডিম ৭০ টাকা হালিতে বিক্রি হচ্ছে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles