সর্বশেষ

31.5 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

সাবধান! ভুল রঙের টেডি দিচ্ছেন না তো প্রিয়জনকে?

টপ নিউজ ডেস্কঃ ক্যালেন্ডারে শুরু হয়ে গিয়েছে ভালোবাসার সপ্তাহ। রোজ ডে, প্রপোজ ডে, চকোলেট ডে পেরিয়ে, আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) টেডি ডে।

ভালবাসার উপহার হিসেবে টেডি বিয়ার অনেক জনপ্রিয় একটি উপহার। প্রেম নিবেদন থেকে শুরু করে প্রিয়জনের মান-অভিমান ভাঙাতে টেডি বিয়ারের জুরি নেই। তাই ভালোবাসা সপ্তাহের ১০ ফেব্রুয়ারিকে নেয়া হয়েছে ‘টেডি ডে’ হিসেবে। তাই প্রিয়জনের মন জয় করতে দেরী না করে ঝটপট আজ কিনে নিন টেডি বিয়ার। তবে টেডি বিয়ার কেনার সময় সঠিক রঙের টেডি কিনছেন কিনা তা জেনে নেওয়া জরুরি। নয়তো প্রিয়জনের কাছে চলে যেতে পারে ভুল বার্তা।

আসুন প্রিয়জনকে টেডি দেওয়ার আগে জেনে নিন কোন রঙের টেডির কি অর্থ।

গোলাপি রঙ : গোলাপি টেডি দেওয়া মানে ভালোবাসার প্রস্তাব দেওয়াকে বোঝায়। পছন্দের মানুষকে টেডি দিলে এবং সে যদি নিতে রাজি হয়, তবে সে আপনার প্রস্তাবে সম্মত।

গোলাপি টেডি

কমলা রঙ : আনন্দ ও ইতিবাচক অনুভূতির (পজিটিভ ফিলিং) চিহ্ন হচ্ছে কমলা রঙের টেডি। কেউ কমলা রঙের টেডি দিলে তার কাছে থেকে খুব শিগগিরই ভালোবাসার প্রস্তাব পাওয়ার সম্ভবনা আছে।

কমলা টেডি

নীল রঙ : নীল রঙের টেডি মূলত ভালোবাসার ঘনত্বের প্রতীক। কে কাকে কতটা ভালোবাসা নীল রঙ সেটাই বোঝায়।

নীল টেডি

সবুজ রঙ : সম্পর্কের গভীরতাকে বোঝায় সবুজ রঙের টেডি। এই রঙের টেডি উপহার দিয়ে কে কতটা সম্পর্কে দায়বদ্ধ তা বোঝানো হয়।

সবুজ টেডি

লাল রঙ : লাল রঙ হচ্ছে ভালোবাসার রঙ। তাই এই রঙের টেডি বোঝায় ভালোবাসার শক্তিকে। রঙ যত গাঢ় ততই গভীর হয় ভালোবাসা।

লাল টেডি

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles